আন্তর্জাতিক নারী দিবস-২০১৮
বিশ্ব জুড়ে ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় | এই দিবসের মর্মার্থ হল জাতিগত, ভাষাগত, ধর্মগত, সংস্কৃতিগত, আর্থিক বা রাজনৈতিক ভেদাভেদের উর্দ্ধে নারীদের যোগ্যতা ও অর্জনের স্বীকৃতি প্রদান | সর্বকালে জাতীয় ও আন্তর্জাতিক সার্বিক উন্নতিতে নারীদের অভাবনীয় অবদান রয়েছে এবং এই প্রেক্ষিতে গোটা পৃথিবীর নারীদের সময় এসেছে পরিবর্তনে যোগদানের |
২০১৮ সালের আন্তর্জাতিক নারী দিবসের থিম :
‘’এখনই সময়: নারী জীবনের রূপান্তর ঘটিয়ে গ্রামীন ও শহুরে সক্রিয় কর্মী ”
আন্তর্জাতিক নারী দিবস-২০১৮ নারী-অধিকার, সাম্য ও বিচারকে সক্রিয় ও সক্ষম করার একটি সুযোগ | আন্তর্জাতিক নারী দিবস কৃষি কাজে নিযুক্ত মহিলাদের অনবদ্য ও সক্রিয় অবদানের স্বীকৃতি ও তাঁদের অধিকারকে গুরুত্ব দেয় | উন্নয়নশীল দেশগুলোতে কৃষিকর্মীদের প্রায় ৪৩% হল মহিলা |
জাতিসংঘের মতামত অনুযায়ী নারী-অধিকারের অনেক উন্নতি হয়েছে, কিন্তু নারীদের সব অধিকার পুরুষদের অধিকারের সঙ্গে এক নয় |
লাগাতার উন্নতির শপথই হল 'কাউকে পিছনে ফেলে না রাখা' | উন্নত জীবনযাপনের ক্ষেত্রে গ্রামাঞ্চলের মহিলারা শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্যে এখনো অনেক পিছিয়ে রয়েছেন এবং এঁদের সামগ্রিক উন্নতি নিশ্চিত না হলে এই লাগাতার উন্নতির শপথ সফল হবে না |
ঘটনা :
নারী কল্যাণ সম্পর্কিত কার্যক্রম
RMNCH+A পন্থার ভিত্তিতে ভারতের পরিবার ও স্বাস্থ্য কল্যাণ মন্ত্রক মহিলাদের স্বাস্থ্য সম্পর্কিত পরিষেবা প্রদান করে | এই স্বাস্থ্য পরিষেবার আওতায় বিশেষভাবে পড়ে কিশোর-কিশোরী, বাচ্চা ও মা | ভারতের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক** নারীদের সামাজিক ও আর্থিক উন্নতিতে বিভিন্ন নীতি ও কর্মসূচি অবলম্বন করেছে | সবার উপরে এইসব নীতি ও কর্মসূচির দায়িত্ব হল 'নারীদের অধিকার ও মর্যাদা মানবাধিকারের মধ্যে পড়ে' এই বোধ ও উপলব্ধি নারীদের মধ্যে জাগ্রত করা |
আরো বিশদ জানতে এখানে ক্লিক করুন |
প্রত্যেক দিনকে গড়ে তুলুন আন্তর্জাতিক নারী দিবস |
তথ্যসূত্র -
www.un.org/en/events/womensday/
www.unwomen.org/en/news/stories/2018/1/announcer-iwd-2018-theme
*nhm.gov.in/images/pdf/programmes/rmncha-strategy.pdf
**www.wcd.nic.in/about-us/about-ministry